কতটুকু আর দেখো তার ?
দৃষ্টির বাইরে আকাশ নেই !
যতটুকু রাখি তার কতটুকু থাকো ?
মালিকানা সঁপেছি তোমাকেই ।
লতাপাতার মতো থাকতে চেয়েছি
আগাছা ভেবে করলে ভুল,
হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছি
হতে পারিনি প্রিয় ফুল ।
পথ হয়েছি চলবে বলে
একি ! গুটিয়ে নিলে সীমানা ?
বৃষ্টি নামাই চোখের জলে
আমি এক অজানা ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box