আমরা নিখুঁত নই !
একটা ঘাসফড়িং নিখুঁত,একটা সন্ধ্যাতারা
নিখুঁত,একটা বসন্তের রাতও—
কিন্তু আমরা জন্ম থেকেই পঙ্গু, বেঢপ, মূর্খ এবং দিশেহারা ।
আমরা ধূর্ত,ভঙুর..
আমরা জন্মাই শুধু ভুল স্বপ্নে,ভুল কাজে,
ভুল শহরে হেঁটে নিজেদের ধ্বংস করার জন্য ।
সবশেষে টের পাই, আমাদের ভুল গুলি কি মারাত্নক নিখুঁত !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box