একদিন এসেছিলে__
অযাচিত গাঙ শালিকের বেশে ।
তারা ঝরা হেমন্তের সন্ধ্যায়__
নীড় থেকে বহু দূরে আমায় ভালোবেসে ।
শিশিরে ভিজিয়েছিলে আমার শরীর,
দিয়েছিলে উজার করে যা কিছু তোমার ।
মরণের কালেও কেমনে ভুলি তারে__!
হৃদয়ের ক্ষেতে সে সোহাগ শুধুই আমার ।।
About পথিক
পথিক, পথ আর সময় একই সুতায় গাঁথা..., পথ আর সময়ের শেষ নেই..., তবে একদিন থেমে যাবে পথিকের পথ চলা..., পথিক হিমু
Subscribe For Free E-Films
পথিক, পথ আর সময় একই সুতায় গাঁথা.. পথ আর সময়ের শেষ নেই.. তবে একদিন থেমে যাবে পথিকের পথ চলা... (পথিক হিমু).
Copyright (c) 2020 karatoyabazar All Right Reseved
Created By SoraTemplates | Distributed By Gooyaabi Templates
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box