তুমি চলে যাবার পর,
নিশাচর প্রাণীর মতো কেটেছে আমার ঘুমহীন রাত !
তুমি চলে যাবার পর,
ভাত-ঘুম দুপুরে ঘুম গুলো উড়েছে চিলের ডানায়-
তারপর ?
তারপর এভাবেই বিরহের আগুনে
পুড়তে পুড়তে অবশেষে ভাবলাম;
মরেই যাই ?
রোজ রোজ, ক্ষণে ক্ষণে পুড়ে মরবার চেয়ে,
বরং মরেই যাই শেষ নিঃশ্বাস ছেড়ে !


No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box