আমি পথিক আমাকেও কেউ খোঁজে Āmi pothik āmākē'ō kē'u khōjē
আমাকেও কেউ খোঁজে !
শহর বন্দর ব্যালকনি কিংবা একলা ছাদে,
আমি নেই কারও ডাক নামের আবাদে ।
এই এত এত মানুষ
এত দালানের সারি !
কত শত কারবারি;
কত বিত্তের বৈভবের..
আমি পথ চললেও পথিক-
না চললেও তাই,
আমাকেও কেউ খোঁজে ?
তবু দিন শেষে এ নগরে যতো গুলো চোখ বোজে..
তাদের অনেকেই আমার মত নিজেকে খোঁজে..
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box