তুমি শান্ত বলেই-
অশান্ত এই চুলের খোঁপা,
চোখের কাজল;
টিপের পাতা শূন্য হলো...
তুমি শান্ত বলেই-
অশান্ত এই শাড়ির কুঁচি !
পায়ের আলতা,
নাকের নোলক একলা হলো...
তুমি শান্ত বলেই-
অশান্ত এই জোছনা গুলো, বৃথাই গেলো;
রাত্রি জুড়ে হাসনাহেনা,
গন্ধ ছড়ানো বন্ধ দিলো...
অশান্ত এই চুলের খোঁপা Aśānta ē'i culēra khōm̐pā
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box