বারণ না মানা মনে,
আজও তোমার জন্য শোক;
ভুলে থাকা, ফুলে থাকা-
গালের ওপর গড়িয়ে পড়লে জল !
চোখের তারা, ছন্নছাড়া..
কেঁপে কেঁপে লুকোনোর খোঁজে ছল।
এক টুকরো মন, ভালো হও তুমি-
তোমায় ভাবা অন্যায় হোক; তবু দামি ।
তোমার কাছে এ বার্তা পৌঁছানো হোক..
জানাতে অন্তত, তোমার মনের আমি নীরব পাঠক ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box