প্রেমিক মাঝি
পার্থিব সিংহ
প্রেমের নৌকায় বৈঠা বাইয়া
প্রেমিক মাঝি আসবে,
তোমার হাতটি ধরে কন্যা
জানি ভালোবাসবে ৷
তোমায় নিয়ে যাবে মাঝি
কোন বা অচীন দেশে,
দুই জনাতে যাবে কন্যা
উজানে তে ভেসে ৷
জীবন যুদ্ধে একাই মাঝি
যুদ্ধ করে চলে,
সকল যুদ্ধে জিতবে মাঝি
তোমায় সাথে পেলে ৷
সুখ দুখের ভাগী কন্যা
হবে মাঝির তরে ?
কোনো দিনও করবে নাতো
আঘাত মনের ঘরে ?
বৈঠা হাতে মাঝ দরিয়াই
মাঝি চেয়ে রয়,
একা একা মাঝি যেন
প্রেমের কথা কয় ৷
মাঝির ঘর শূন্য এখন
মাঝি থাকে একা,
তবুও মাঝি জানে কন্যা
পাবে তোমার দেখা ৷
জানি কন্যা তোমার চোখে
ঝরে নোনা পানি,
আর কিছু দিন পরে কন্যা
দেখা হবে জানি ৷
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box