ওদের ভালোবেসে আমি ধন্য I am blessed to love them
হে প্রিয়তম
আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। আর কতো ভাবে বুঝাতে হবে বলো দেখি ।
আমি সেই শৈশব থেকে তোমার প্রেমে আকন্ঠ নিমগ্ন আছি। তোমাতেই রচি আমার সকল আনন্দ । তোমার রুপে আমি অভিভূত । তুমি কি পারোনি আমায় বুঝতে। তাইতো সুযোগ পেলেই তোমার কাছে ছুটে যেতে তাই । তোমার কোলে মাথা রেখে শান্তি তে চোখ মুদতে চাই। হে শ্যামল সবুজ প্রকৃতি। আমি কৈশোরে তোমাকে ভালো বেসেছি । যৌবনেও তোমারি আরাধনা করেছি। এখনতো বয়স হয়েছে কিন্তু আমার মন তোমাতেই। তুমি আমায় ভালোবাসবে সবসময়ই । আমি তোমার প্রমে অন্ধ হে প্রকৃতি। নীল আকাশ দক্ষিণা বাতাস সবুজ পাহাড় নীল সাগরের জলরাশি দেয় যে আমায় হাতছানি । আমি প্রকেতি প্রমি চিরকাল। ওদের ভালোবেসে আমি ধন্য ।
ইতি
প্রিয়তমা
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box