Pathik Live

Friday, July 2, 2021

ওদের ভালোবেসে আমি ধন‍্য প্রিয়তমার চিঠি I am blessed to love them

ওদের ভালোবেসে আমি ধন‍্য I am blessed to love them
ওদের ভালোবেসে আমি ধন‍্য I am blessed to love them

ওদের ভালোবেসে আমি ধন‍্য I am blessed to love them


হে প্রিয়তম

আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। আর কতো ভাবে বুঝাতে হবে বলো দেখি ।
আমি সেই শৈশব থেকে তোমার প্রেমে আকন্ঠ নিমগ্ন আছি। তোমাতেই রচি আমার সকল আনন্দ । তোমার রুপে আমি অভিভূত । তুমি কি পারোনি আমায় বুঝতে। তাইতো সুযোগ পেলেই তোমার কাছে ছুটে যেতে তাই । তোমার কোলে মাথা রেখে শান্তি তে চোখ মুদতে চাই। হে শ‍্যামল সবুজ প্রকৃতি। আমি কৈশোরে তোমাকে ভালো বেসেছি । যৌবনেও তোমারি আরাধনা করেছি। এখনতো বয়স হয়েছে কিন্তু আমার মন তোমাতেই। তুমি আমায় ভালোবাসবে সবসময়ই । আমি তোমার প্রমে অন্ধ হে প্রকৃতি। নীল আকাশ দক্ষিণা বাতাস সবুজ পাহাড় নীল সাগরের জলরাশি দেয় যে আমায় হাতছানি । আমি প্রকেতি প্রমি চিরকাল। ওদের ভালোবেসে আমি ধন‍্য ।

ইতি
প্রিয়তমা

লেখক এখানে- ( এখানে ক্লিক করুন )

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box




পথি


পথিক, পথ আর সময় একই সুতায় গাঁথা.. পথ আর সময়ের শেষ নেই.. তবে একদিন থেমে যাবে পথিকের পথ চলা... (পথিক হিমু).










Contact Us

Name

Email *

Message *