বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে । অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেনা । বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছে গুলো ধীরে ধীরে কমে আসবে । তখন নিজের শখ গুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি । বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার ।
বয়স বাড়লে তুমি দশজন মানুষের পিছনে ছুটবেনা । একজনকেই খুশি রাখার চিন্তা তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে । বয়স বাড়লে তুমি মানুষ হারানোর ভয় পাবেনা, ভয় পাবে সম্মান হারানোর । কাউকে জোর করে জীবনে ধরে রাখতে ইচ্ছে হবেনা । মনে হবে আত্মসম্মানের সাথে পুরো জীবনটাই একা কাটিয়ে দেওয়া যায় ।
বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে । কষ্ট করে উপার্জন করা প্রতিটা মানুষ যে বিরাট প্রাসাদে বসে থাকা মানুষের থেকে একটুও আলাদা নয় সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে ।
বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে । অযথা ভিড় তোমার পছন্দ হবেনা । যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে । পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে, তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box