চলে গেলে পথিক Chalē gēlē pothik
কিছুই থাকেনা শেষে;
চলে গেলে পথিক, একা হয় পথ___
দুপুর হলে দিন, ভুলে যায় সকালের শপথ ।
রাত্রির কাছে গাঢ় হওয়া আঁধার,
দিনের আলোতে তারও টিকে থাকা ভার ।
কাকে তুমি কতোটুকু পড়ো,
কতোটা পড়ে কে তোমার...?
মনে রেখো; সবটুকু পড়া হয়ে গেলে -
কেউ 'প্রিয়' থাকেনা আর ।
কিছুই থাকেনা শেষে;
চলে গেলে পথিক, একা হয় পথ___
দুপুর হলে দিন, ভুলে যায় সকালের শপথ ।
রাত্রির কাছে গাঢ় হওয়া আঁধার,
দিনের আলোতে তারও টিকে থাকা ভার ।
কাকে তুমি কতোটুকু পড়ো,
কতোটা পড়ে কে তোমার...?
মনে রেখো; সবটুকু পড়া হয়ে গেলে -
কেউ 'প্রিয়' থাকেনা আর ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box