Pathik Live

Tuesday, June 1, 2021

তুমি চলে যাবার পর Tumi chalē jābār par

তুমি চলে যাবার পর Tumi chalē jābār par
তুমি চলে যাবার পর Tumi chalē jābār par

তুমি চলে যাবার পর Tumi chalē jābār par

তুমি চলে যাবার পর,
নিশাচর প্রাণীর মতো কেটেছে আমার ঘুমহীন রাত !


তুমি চলে যাবার পর,
ভাত-ঘুম দুপুরে ঘুম গুলো উড়েছে চিলের ডানায়-


তারপর এভাবেই বিরহের অনলে
পুড়তে পুড়তে বোকা মন ভেবে যায়..
মরেই যাই ?


রোজ রোজ,ক্ষণে ক্ষণে পুড়ে মরবার চেয়ে,
বরং মরেই যাই শেষ নিঃশ্বাস ছেড়ে !!
তুমি চলে যাবার পর Tumi chalē jābār par

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box




পথি


পথিক, পথ আর সময় একই সুতায় গাঁথা.. পথ আর সময়ের শেষ নেই.. তবে একদিন থেমে যাবে পথিকের পথ চলা... (পথিক হিমু).










Contact Us

Name

Email *

Message *