আমি তোমায় বৃষ্টি দেবো... !
অঝরে ঝরে যাওয়া বৃষ্টি,
আকশের ব্যথাতুর বুক-
কেঁপে উঠবে আবার,
অশ্রু বৃষ্টি দেবো তোমায়,
সেই স্নিগ্ধ অশ্রুবৃষ্টি জলে-
সিক্ত করে নিও তব বুকের জমিন..!
কিছুটা কোমলতা মিশ্রিত ভালোবাসা দিও,
কিছুটা আবেগময় প্রেম দিও,
কিছুটা প্রশান্তি দিও আকাশের বুকে..!


No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box