Pathik Live

Sunday, June 27, 2021

বকুল যদি বলে দেয় If Bakul says

বকুল যদি বলে দেয় If Bakul says
বকুল যদি বলে দেয় If Bakul says
বকুল যদি বলে দেয় If Bakul says

বৃষ্টি এসে বলে দেয়,মেঘের আড়ালে
আমার শত চিঠি জমা-
তখন তুমি আকাশকে কি জানাবে ?

যদি শব্দরা আবৃত্তি করে,তোমার ঠোঁটে
আমার লেখা কবিতা-
তখন তুমি কবি না প্রেমিক বানাবে ?

ফুটন্ত হাসনাহেনা,বেলী অথবা সুবাসিত
বকুল যদি বলে দেয়-
আমার হাতে লাল গোলাপ টা এখনো জীবিত,
তখন তুমি ফুল না হৃদয় নিবে ?
বকুল যদি বলে দেয় If Bakul says


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box




পথি


পথিক, পথ আর সময় একই সুতায় গাঁথা.. পথ আর সময়ের শেষ নেই.. তবে একদিন থেমে যাবে পথিকের পথ চলা... (পথিক হিমু).










Contact Us

Name

Email *

Message *