রিক্ত পথিক শূণ্যহাতে Rikto pathik śūn'nya hātē
রিক্ত পথিক শূণ্যহাতে Rikto pathik śūn'nya hātē
তোর পথেই ঝরে বকুল,
ঝরে পলাশ হিজল রক্ত লাল শিমুল..
তোর পথেই ঝরে গোলাপ শত শত,
সে গোলাপ পথিক হৃদের লাল রক্তের মত...
লুটায়ে পড়ে তব পথে,
মিশে যায় সেই পথের ধুলাই..
ঝরে পড়ে মিশে যায় অবিরত...
রিক্ত পথিক শূণ্যহাতে-
রবে প্রার্থনা রত....👇👇👇
.
.
.
বকুল গাছ টি অমনি আছে আজও,
পুকুরটিও রয়েছে সেইখানে-।
সময়টাই শুধু নেই আগের মতো !
বদলে গেছে সময়, সকল জনে ।
তুমি এখন সন্তরনে পটু-
আমি ভুলে গেছি সাঁতার কাঁটা,
বকুল ফুলের গন্ধ এখন কটু;
আমার পথে গোলাপের কাঁটা ।
Pathik Live
Sunday, June 27, 2021
রিক্ত পথিক শূণ্যহাতে Rikto pathik śūn'nya hātē
About পথিক
পথিক, পথ আর সময় একই সুতায় গাঁথা..., পথ আর সময়ের শেষ নেই..., তবে একদিন থেমে যাবে পথিকের পথ চলা..., পথিক হিমু
পথিকের ভালবাসা
Labels:
চলছি পথে,
পথিক,
পথিকের ব্যর্থ ভালবাসা,
পথিকের ভালবাসা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box