পথ বদলায়
নিজের ভেতরে বেঁধেছ নিজেকে
নিজেরই হাজার পাকে,
হাজার আমি-তে ছড়ানো যে আমি
কীভাবে চিনবে তাকে!
আলোর ঝলকে যতটুকু পাও
সে তো শুধু অংশত,
যেখানেই যত ক্ষত জমে ওঠে
হও যতই সংযত!
কোনো বারণ; শুনে না কথা
কোনো কিছুর বিনিময়ে থামেনা,
মন যেন তার নিশ্চুপ হাতিয়ার
কারণে-অকারণে পথ বদলায়।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box