কথা প্রসঙ্গে
কথা প্রসঙ্গে —
কতো কথাই তো বলি,
তবু কতো কথা এড়িয়ে আর
ফোটে না কথা-কলি;
তোমাকে সূর্যাস্তের মতো লাগে
জ্যোৎস্নার মতোও..
তবুও কথা প্রসঙ্গে এমন আরও
কথা এড়িয়ে চলি।
ডায়েরির পাতায় ছন্দ আঁকি
কবিতায় ভাসো তুমি,
পাঠক আমি হয়েছি দ্যাখো
পড়তে তোমার উড়ো চিঠি।
💫🏵️🦋💕🤎
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box