দুঃখ পথিকের একার The lone traveler alone
মোহের লাগি আসেনি পথিক,
আসে ভালোবাসিবার তরে !
জবাব তোমার না পেলে-
পথিকের, মন আনচান করে !
তোমাতেই আছে সব সুখগাঁথা,
দুঃখ পথিকের একার !
তোমার ভালোবাসা পেয়েছে-
তাতেই ধন্য জীবন তাহার !
পথিক পথে একলা নহে,
থাকে যে তোমার ছাঁয়া !
আদর সোহাগে বেঁধেছো,
রেখো ভালোবাসার মায়া !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box