প্রিয়ার ছবি
কবির কবিতা-
চাই নারে প্রতিদান,
শব্দে শব্দে লিখে যায় কবি-
জমে থাকা অভিমান!
নিশিথে জেগে চাঁদের সাথে-
কথা বলে অবিরত,
স্মৃতির জানালায় উঁকি দিয়ে যায়-
পুরনো দিনের ক্ষত!
রাতের আঁধার ক্লান্ত হয়েছে-
ক্লান্ত হয়নি কবি,
নিশিথে জেগে হৃদয় মাঝে-
এঁকেছে প্রিয়ার ছবি !

No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box