সে আসবে যখন When he comes
সেই রেললাইন আজও আছে-
ট্রেন চলে একই পথে অবিরত !
একমুঠো গোলাপের অদৃশ্য সাঝে,
দাঁড়িয়ে প্রহর কত-শত ।
ফুল গুলো আমাকে প্রশ্ন করে,
দেখবে তোমায় কখন !
আমি সামনের দিকে চোখ সরিয়ে;
বলি, সে আসবে যখন ।
গোলাপ গুলো রোদে যাচ্ছে পুড়ে,
বাড়ছে যেন হতাশা-
আমার ভেতর আজ পুরোটা জুড়ে,
জমছে যেন পিপাসা ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box