![]() |
| আমাকে ভালো না বাসলে If you don't like me |
আমাকে ভালো না বাসলে If you don't like me
আমাকে ভালো না বাসলে
তোমার কিচ্ছু ভালো লাগবে না__
সন্ধ্যার আকাশ
বিকেলের বাতাস
ভোরের স্নিগ্ধতা !
মনে হবে—
এই পৃথিবীতে, তোমার জন্য দুদণ্ড শান্তি যেনো,
হারিয়ে যাওয়া কুহিনূর...।
আমারে না পাইলে
তোমার সব হবে এলোমেলো ;
দুপুরের খাবার
দিন হবে রাত
রাত হবে দিন !



No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box